
নিতম্বের চোটের জেরে কলকাতা নাইট রাইডার্স শিবির ত্যাগ করলেন তারকা অজি অলরাউন্ডার প্যাট কামিন্স। যদিও তার চোট ততটা গুরুত্বপূর্ণ নয়। তবে আসছে মাস গুলো’তে দেশের হয়ে খেলার বিষয়টি মাথায় রেখে সিডনি ফিরে গেলেন অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক।
চলতি আইপিএল খেলাকালীণ নিগল সমস্যার ভুগছিলেন কামিন্স। কেকেআরের’ও খুব বেশি একটা সম্ভাবনা নেই প্লে অফে খেলার। তাই চোট সারাতে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন অজি তারকা। আসছে মাসে শ্রীলঙ্কা সফরে ওয়ানডে এবং টেস্ট খেলবেন তিনি, তার আগে চাইছেন পুরোপুরি ফিট হয়ে উঠতে। শ্রীলঙ্কা সফরের পর ঘরের মাঠে টি টোয়েন্টি বিশ্বকাপ ডিফেন্ড করতে নামবে অস্ট্রেলিয়া।
এর আগে ঘরের মাঠে ৫ টি টেস্ট এবং ভারত সফরে আসবে অজিরা। সামনের ১৮ মাস ঠাসা আন্তর্জাতিক ক্রীড়া সূচী তাই আপাতত নিজেকে দ্রুত ফিট করে তোলাটাকেই পাখির চোখ করছেন এই তারকা অস্ট্রেলিয়ার ক্রিকেটার।