
পারফরম্যান্স তেমন দাপুটে না হলেও একই রাতে দুই চিরপ্রতিদ্বন্দ্বী পেয়েছে স্বস্তির জয়। রোববার লা লিগায় ঘরের মাঠে হেতাফের বিপক্ষে বার্সেলোনা ১-০ গোলে জেতার পর বিলবাওয়ের মাঠ থেকে ২-০ গোলের জয় নিয়ে ফেরে রিয়াল মাদ্রিদ।
২৪ মিনিটে বাঁ পায়ের চোখ ধাঁধানো ভলিতে রিয়ালকে এগিয়ে দেন ফরাসি ফরোয়ার্ড করিম বেনজেমা। ৯০ মিনিটে আরেকটি দর্শনীয় গোলে ব্যবধান দ্বিগুণ করেন জার্মান মিডফিল্ডার টনি ক্রুস। ওদিকে হেতাফের বিপক্ষে একমাত্র গোলে
বার্সাকে জিতিয়েছেন স্প্যানিশ মিডফিল্ডার পেদ্রি। এই জয়ে ১৭ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে বার্সা। সমান ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে রিয়াল দুইয়ে। অন্য সব সমীকরণ একপাশে সরিয়ে রাখলে ব্যক্তিগত কীর্তিতে গত পরশু রাতটা ছিল শুধুই বেনজেমার।
লা লিগায় নিজের ২২৮তম গোলে আলফ্রেডো ডি স্টেফানোকে (২২৭) ছাড়িয়ে আরেক ক্লাব কিংবদন্তি রাউল গনজালেসকে (২২৮) ছুঁয়ে ফেলেছেন ৩৫ বছর বয়সি ফরাসি তারকা। রিয়াল মাদ্রিদের হয়ে লা লিগায় বেনজেমার চেয়ে বেশি গোল আছে শুধু ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (৩১১)।